বাংলাদেশ দূতাবাস জর্ডানের আকাবা অঞ্চলে কনস্যুলার সেবা দিবে
প্রকাশিত:
৯ আগস্ট ২০২১ ২১:১৯
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:১১

প্রভাত ফেরী: ৫ আগস্ট জর্ডানে বাংলাদেশ দুতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, জর্ডানের আকাবা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দেয়া হবে।
এতে বলা হয়, জর্ডানের আকাবা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা দিতে আম্মান থেকে একটি প্রতিনিধি দল আগামী শুক্র ও শনিবার (১৩, ১৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিডনী এপারেল এল এল সি-তে কনস্যুলার সেবা প্রদান করবে।
প্রবাসী বাংলাদেশিদের ডিজিটাল পাসপোর্ট রি-ইস্যু করার জন্য পাসপোর্টের ফটোকপি, আকামার ফটোকপি, দুই কপি ছবি, মূল পাসপোর্ট আকামা সাথে নিয়ে যেতে বলেছে দূতাবাস।
এছাড়া ভেন্যুর তথ্যের জন্য ০৭৯৮১৬৬২২৮ ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্যের জন্য ০৭৮৬৯৬০৬৬৭- এই নাম্বারে যোগাযো করতে বলা হয়েছে।
আকাবা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলার সংক্রান্ত যেকোন সেবা কিংবা পরামর্শ গ্রহণ করতে পারবেন বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: