কুয়েতে প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ২১:৩০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:১৮

 

প্রভাত ফেরী: ঢাকায় সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয়া যাচ্ছে না। এতে দূতাবাসের পাসপোর্ট প্রস্তুত কার্যক্রমও বন্ধ রয়েছে। বুধবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকায় অবস্থিত বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে পাসপোর্ট অধিদফতর থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব নাগরিক পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২২-০৫-২০২১ তারিখ থেকে আবেদন জমা দিয়েছেন (যাদের পাসপোর্ট ডেলিভারি তারিখ ২২-০৮-২০২১) তাদের পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম ২২-০৮-২০২১ তারিখ থেকে কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে পাসপোর্টের আবেদন গ্রহণের কার্যক্রম যথারীতি চলবে। ইকামা নবায়ন ও বাংলাদেশ ভ্রমণে প্রয়োজনে বিনামূল্যে দুই বছর পর্যন্ত বর্তমান পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি ও ট্রাভেল পারমিট ইস্যু কার্যক্রম চলমান থাকবে।

উদ্ভূত পরিস্থিতিতে কারিগরি ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করার জন্য ফেসবুক পেজে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ব্যপারে সবার সহযোগিতা চেয়েছে দূতাবাস।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top