প্রবাসী বাংলাদেশিদের টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে পর্তুগালে


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ২১:৩১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:০৩

 

প্রভাত ফেরী: সোমবার (১৩ সেপ্টেম্বর) ৮ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি, বিপিই ফকির ইউনিফে সোয়াল এবং পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। পর্তুগালের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের দিকে। সরকারের নানা পদক্ষেপে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন ও ব্যবসা বাণিজ্য। তারই ধারাবাহিকতায় রাজধানী লিসবনে আয়োজিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট।
এই উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার বিকেলে রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আবদুল ওয়াহিদ পারভেজ, মো. জাকির হোসাইন টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। এ সময় অংশগ্রহণকারী ৮ দলের অধিনায়ক এবং টিম ম্যানেজার উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে পর্তুগালের সরকারি দল সোসালিস্ট পার্টির নেতা এবং আসন্ন লিসবন সিটি করপোরেশন নির্বাচনে অ্যাসেম্বলি পদপ্রার্থী রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহিন সায়ীদ, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম, কমিউনিটি নেতা মিজানুর রহমান, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ এবং পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমির প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ বক্তব্য রাখেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top