বোমা থাকার খবরে মালয়েশিয়ান বিমানের জরুরি অবতরণ, তবে পাওয়া যায়নি কিছুই
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০০:৩৩
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০০:০০

প্রভাত ফেরী: মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বোমা থাকার খবরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। তবে ফ্লাইটটি তল্লাশির পর সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। বিমানটিতে তল্লাশি চালায় বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান জানিয়েছেন, ওই ফ্লাইটে বোমাজাতীয় কোনো কিছু পাননি তারা।
বুধবার রাতে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে বিমানবন্দর পরিচালক জানান, বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পর সেটিকে নিরাপদ স্থানে নিয়ে তল্লাশি চালানো হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এই তল্লাশি অভিযান চালায়। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি।
এর আগে, বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ১৯৬ নামের মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বোমা আতংকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: