হজ- ওমরাহ পালনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২২ ২৩:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:০২

 

প্রভাত ফেরী: ওমরাহ ও হজ পালনকারী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকায় থাকা সৌদি আরবের দূতাবাস ওমরা ও হজ এজেন্সিগুলোকে দেয়া এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ওমরাহ ও হজ পালনকারীদের জন্য সৌদি সরকার বায়মেট্রিক পদ্ধতি চালু করায় বাংলাদেশিদের সেখানে নিবন্ধন করতে হবে। এজন্য (Soudia Visa Bio) সৌদি ভিসা বায়ো নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফিঙ্গার প্রিন্ট ও একটি ছবি দিয়ে সেখানে নিবন্ধন করতে হবে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশি এজেন্সিগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে। ওমরাহ ও হজ ভিসার জন্য ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া ছাড়া ওমরাহ ও হজ করা জন্য ভিসা দেয়া হবে না।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top