এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের জেদ্দায় সংবর্ধনা
প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২২ ২৩:১৯
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৭

প্রভাত ফেরী: চলতি বছরে ঢাকা বোর্ডের অধীনে জেদ্দায় অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সংবর্ধনা দেয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
তিনি জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ২০২১ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।
কার্যালয় প্রধান আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মো. আমিনুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মুকুল ও অধ্যক্ষ মো. হামদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সৌদি সরকারের স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরাও।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: