প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:০৮
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১১:০৫

প্রভাত ফেরী: সৌদি আরবগামী যাত্রীদের নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এ জন্য ভ্রমণকারীদের অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে।
সৌদি আরবের হজ এবং ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র ওমরাহ পালন বা ভ্রমণের জন্য সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে রওনা দেওয়ার ৪৮ ঘণ্টা আগে করোনার পিসিআর কিংবা অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ থাকলে তবেই সৌদি আরবে প্রবেশ করা যাবে।
সৌদি আরবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নতুন এই নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।
এছাড়া ওমিক্রনের বিস্তার রোধে সৌদি সরকার সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ আরোপ করেছে। দেশটিতে সব জায়গায় মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: