আটক বাংলাদেশিদের লিবিয়া থেকে দেশে পাঠানোর উদ্যোগ


প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৯

 

প্রভাত ফেরী: লিবিয়ার পঞ্চান্ননম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান লিবিয়ার বিভিন্ন কর্তৃপক্ষের সাথে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছেন।

শক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আটক বাংলাদেশিদের কল্যাণে সব ধরণে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তারা।

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশিদের প্রায় প্রতিদিনই একবেলা খাদ্য-পানীয় এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। একইসাথে অসুস্থদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। গুরুত্বর অসুস্থ পাঁচজন বাংলাদেশীকে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ডিটেনশন সেন্টার হতে মুক্ত করে আইওএম-এর সহায়তায় হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়েছে।

এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে তাদের সকলের জন্য জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এ সকল বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের জন্য দূতাবাস হতে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএম-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এ প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসনের জন্য তাদেরকে দূতাবাসের তত্ত্বাবধানে ত্রিপলীতে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top