গ্রীসে অভিবাসী বহন করা পৃথক নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২২ ০০:৪৪
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১১:০৭

গ্রীসের কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা ১৫ টি লাশ উদ্ধার করেছে। অভিবাসী বহন করা পৃথক দু’টি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এতে আরো অনেক অভিবাসী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
কোস্টগার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি’কে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা আফ্রিকান বংশোদ্ভুত। প্রচণ্ড বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকাতে করে প্রায় ৪০ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যার কথা জানানো হয়নি।
কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরো ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ নৌকা ডুবির ঘটনায় আরো ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া এ নারীরা একেবারে আতঙ্কগ্রস্ত ছিল।’
কয়েক ঘণ্টা আগে কাইথিরা দ্বীপের কাছে পালতোলা একটি নৌকা চরম বিপদে পড়েছে বলে কোস্টগার্ডকে সতর্ক করা হয়।
নৌকাটিতে প্রায় ৯৫ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেটি দ্বীপটির দিয়াকোফতি বন্দরের কাছে ডুবে যায়।
এ ঘটনায় সামুদ্রিক জাহাজ, ফায়ার সার্ভিস ও পুলিশের অংশগ্রহণে যৌথ অভিযান চালিয়ে ৮০ জনকে উদ্ধার করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: