কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের ওপর হামলার দায় স্বীকার করেছে আইএস
প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২২ ০১:০৬
আপডেট:
৬ ডিসেম্বর ২০২২ ০১:০৭

কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতের ওপর হামলার দায় স্বীকার করেছে আইএস।
গত শনিবার আফগান রাজধানীতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে হামলা চালানো হয়। এ সময় এক নিরাপত্তা প্রহরী নিহত হন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ হামলাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। আইএসের দক্ষিণ এশীয় শাখার অভিযোগ, পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামবিরোধী কাজ করেছেন।
পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবেশী আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও সেখানে তাদের দূতাবাস খোলা রেখে সব ধরনের কূটনৈতিক কার্যক্রম চালু রেখেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: