জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর দেহ উদ্ধার


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২২ ০২:২৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭

 

জাম্বিয়ার একটি সড়কের পাশ থেকে স্থানীয় সময় রবিবার ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহগুলো ইথিওপিয়া থেকে আসা অভিবাসীদের বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাড়িতে আসার পথে সম্ভবত শ্বাসরোধে মারা গেছে তারা। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অক্সিজেনের জন্য ছটফট করছিল ওই ব্যক্তি। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করতে চাওয়া অভিবাসীদের কাছে জাম্বিয়া পছন্দের ট্রানজিট পয়েন্ট।

ড্যানি এমওয়ালে বলেছেন, রবিবার নাগওয়েরের স্থানীয় বাসিন্দারা অভিবাসীদের নিথর দেহ দেখতে পায়। তারা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে শৃঙ্খলা রক্ষা বাহিনী।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে ২৪ জনের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তাদের রাস্তার পাশে ফেলে গেছে কোনো পাচারকারী চক্র। জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে মরদেহগুলো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top