ইতালিতে ভ্রমণপ্রেমীদের ভিড়; খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা


প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৩ ০১:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:২৩

 

শীতকালীন ছুটি, ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে ঘিরে ইতালিতে পর্যটকের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ঘোরাঘুরির পাশাপাশি প্রচুর কেনাকাটা করছেন পর্যটকরা। বেচাকেনা ভালো হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

গত তিন বছর করোনার চোখ রাঙানির কারণে ক্রিসমাস ও নববর্ষে তেমন আনন্দ করতে পারেনি ইতালির সাধারণ মানুষ। এবার বিধিনিষেধ মুক্ত পরিবেশ ও অনুকূল আবহাওয়ায় উৎসব উদযাপনে ইতালি জুড়ে ছিল বাড়তি আয়োজন।

দেশটির প্রতিটি পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক শহরগুলোতে দেখা গেছে, ভ্রমণপ্রেমীদের ভিড়। ভালো বেচাকেনায় খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

ইতালিজুড়ে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। গ্রোসারি শপ ছাড়াও, প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে,পর্যটন শিল্প নির্ভর এলাকায়। এ বছর কম শীত ও অনুকূল আবহাওয়ার জন্য জনসমাগম ও বিক্রি বাড়ায় ভালো লাভ হচ্ছে বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা।

আগামী ৮ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে ইতালি ও ইউরোপের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। পাশাপাশি ছুটি চলছে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানেও। তাই পর্যটকের সমাগমে মুখর দেশটির প্রতিটি পর্যটন কেন্দ্র।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top