যুক্তরাষ্ট্র সফরে মোদিকে বাইডেনের আমন্ত্রণ


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৩

আপডেট:
৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৫

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মোদি নীতিগতভাবে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখন দুই দেশের সরকারি কর্মকর্তারা মিলে এই সফরসূচি ঠিক করবেন।

আগামী সেপ্টেম্বরে ভারতে জি২০ গোষ্ঠীর একগুচ্ছ বৈঠক আছে। জি২০ শীর্ষবৈঠকে বাইডেনও থাকবেন। সংশ্লিষ্ট সূত্র জুন বা জুলাই মাসে মোদির সফর হতে পারে বলে জানিয়েছে। কারণ, সেই সময় মোদির কোনো আন্তর্জাতিক সফর নেই। আর সেই সময় মার্কিন সিনেট ও হাউসেরও অধিবেশন চলবে।

সফরে মোদি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন। হোয়াইট হাউসে তার সম্মানে নৈশভোজও দিতে পারেন বাইডেন।

জি২০ বৈঠক ছাড়াও মোদির এই বছরের শেষে বেশ কিছু আন্তর্জাতিক সফর আছে এবং দেশেও তিনি বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন।

ভারতের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চান। বিশেষ করে তিনি মনে করেন, বিশ্বের সামনে যে চ্যালেঞ্জগুলো এসেছে, তা মিলেমিশে ও আলোচনার ভিত্তিতে মোকাবেলা করতে হবে।

গত বছর মোদি টোকিওতে বলেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্ক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। শান্তি ও স্থায়িত্বের জন্য এই সম্পর্ক বাড়িয়ে নিয়ে যেতে হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top