ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার ত্রাণবাহী ইরানি জাহাজে হামলার হুমকি


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১০

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২৩:১৩

 

সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থায় আছে সিরিয়া। ইরান দেশের ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তার জন্য যে মানবিক সহায়তা জাহাজ পাঠাবে, তাতে ইসরাইল হামলা চালাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১১ ফেব্রুয়ারি) সৌদি অনলাইন সংবাদপত্র ইলাফ এ তথ্য জানায়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থায় আছে সিরিয়া।সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থায় আছে সিরিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পণ্যবাহী জাহাজে হামলা চালাতে দ্বিধা করবে না ইসরাইল। সিরিয়ায় ভূমিকম্পের কারণে সৃষ্ট পরিস্থিতি ইরান লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে ব্যবহার করতে পারে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তা।

ইরানের পণ্যবাহী জাহাজে হামলা চালাতে দ্বিধা করবে না ইসরাইল।ইরানের পণ্যবাহী জাহাজে হামলা চালাতে দ্বিধা করবে না ইসরাইল।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ইসরায়েলি কর্মকর্তা আরও দাবি করেছেন, ইরান পানি, স্থল ও আকাশপথে সিরিয়ায় কী পাঠাচ্ছে তার পর্যবেক্ষণ জোরদার করেছে তেল আবিব।

উল্লেখ্য, গত সোমবার সিরিয়া-তুরস্ক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত ২৮ হাজার এরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top