কারাগার থেকে ৭ ইরানিকে মুক্তি দিয়েছে কাতার


প্রকাশিত:
৩০ জুন ২০২৩ ০০:১০

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৮:৫৯

 

কাতার সাত ইরানি বন্দিকে মুক্তি দিয়েছে বলে দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ঘোষণা করেছেন। মুক্তি পাওয়ার পর তারা তাদের দেশে ফিরে গেছে।

মঙ্গলবার হামিদ দেহকান তার টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করে বলেছেন, ‘কাতারি কর্তৃপক্ষের সহযোগিতায় সাত ইরানি বন্দিকে আজ মুক্তি দেওয়া হয়েছে এবং কয়েক মিনিট আগে তেহরানে চলে গেছে।’

মুক্তি পাওয়া ব্যক্তিরা কী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল বা কতদিন কাতারে আটক ছিল সে বিষয়ে দেহকান কোনো তথ্য দেননি।

১১ এপ্রিল আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের জন্য আটক ১৭ ইরানি নাগরিককেও কাতার মুক্তি দেয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top