পোল্যান্ডের কূটনৈতিক মিশন বন্ধ করল রাশিয়া


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৩ ২২:২৭

আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৮:৫৬

 

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর স্মোলেনস্কে পোল্যান্ডের কূটনৈতিক মিশন বন্ধ করে দেওয়া হচ্ছে। যা ওই শহরে পোলিশ সরকারের প্রতিনিধি অফিস। সেখানে গুরুত্বপূর্ণ পোলিশ স্মৃতিসৌধও রয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ায় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রজিসটফ ক্রাজেউস্কিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। স্মোলেনস্কে পোল্যান্ডের কনস্যুলার এজেন্সি বন্ধ করার বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। আমাদের দেশের প্রতি ওয়ারশয়ের আক্রমনাত্মক লাইন, যা সমস্ত সভ্য সীমানা ছাড়িয়ে গেছে, প্রতিক্রিয়া হিসেবে আমাদের কিছু ব্যবস্থা বাস্তবায়ন করতে বাধ্য করছে।’

 

কূটনৈতিক মিশনটি ২০১১ সালে খোলা হয়েছিল।
২০১০ সালে স্মোলেনস্কে একটি বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট লেচ কাকজিনস্কিসহ ৯৬ জন পোলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর। কর্মকর্তারা ১৯৪০ সালে সোভিয়েত রাজনৈতিক পুলিশের হাতে নিহত প্রায় ২২ হাজার পোলিশ কর্মকর্তার স্মরণে স্মোলেনস্কের কাছে একটি জঙ্গলে স্থাপিত কাটিন স্মৃতিসৌধে অনুষ্ঠানে যাচ্ছিলেন।

কনস্যুলার এজেন্সিকে প্রধানত স্মোলেনস্ক ও ক্যাটিনে আগত পোলিশদের কনস্যুলার সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top