ইসরায়েলের হয়ে যুদ্ধে যেতে চায় ভারতীয়রা
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩ ২০:২০
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন বলেছেন, বহু ভারতীয় তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং এর জন্য তিনি আপ্লুত।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের সঙ্গে তাঁর দেশের চলমান যুদ্ধে যোগ দেওয়ার জন্য বহু ভারতীয় ইচ্ছা প্রকাশ করেছেন। এত সংখ্যক ভারতীয় যুদ্ধে স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন, যা দিয়ে আরও একটি বাহিনীই বানিয়ে ফেলা যায়।
সাক্ষাৎকারে গিলন বলেন, আমার কাছে এটি খুবই আশাপ্রদ ঘটনা, খুবই আবেগের ব্যাপার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে আমরা যে মাত্রার সমর্থন পেয়েছি সেই শনিবার, যখন পুরো চিত্রটাই পরিষ্কার হয়নি। তিনি বিশ্বের প্রথম সারির নেতাদের একজন, যারা খুব স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়ে টুইট করেছিলেন। এটি আমরা কখনোই ভুলব না। ভারতের মন্ত্রী, বড় ব্যবসায়ীদের কাছ থেকেও সাহায্যের আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন গিলন। খবর বিবিসির।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: