তাজিকিস্তানে ভারতের নতুন রাষ্ট্রদূত রাজেশ উইকে
 প্রকাশিত: 
 ১১ নভেম্বর ২০২৩ ১৩:৫০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৬:৫৫
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজেশ উইকেকে তাজিকিস্তানে তাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি। তিনি শীঘ্রই তার নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি একথা বলা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবনে রাজেশ উইকে ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনে কাউন্সেলর (রাজনৈতিক ও তথ্য) এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা রাজেশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং ২০০৬ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগদান করেন তিনি।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: