স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের সামনে বোমাসদৃশ বস্তু
প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৩
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০০

সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) এই ঘটনা ঘটে। বস্তুটি বিস্ফোরক কোনো ডিভাইস বলে মনে করছে পুলিশ। দেশটির জাতীয় বোমা স্কোয়াড এটি ধ্বংস করেছে বলে সুইডিশ পুলিশ জানিয়েছে।
দূতাবাসের কর্মীরা বস্তুটির বিষয়ে পুলিশকে অবহিত করলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন বলে পুলিশ জানিয়েছে।
সুইডেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এমন বস্তু পাওয়ার ঘটনাকে দূতাবাস এবং এর কর্মীদের ওপর ‘হামলার চেষ্টা’ বলেই অভিহিত করেছেন। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ডিভাইসটি পরে সতর্কতার সঙ্গে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিভাবে এটি দূতাবাসের মাঠে প্রবেশ করেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, লোকজনকে নিরাপদে রাখতে দূতাবাসের চারপাশে ১০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়। অনলাইনে এক পোস্টে সুইডেনের উপপ্রধানমন্ত্রী বলেছেন, ‘এমন ঘটনায় তিনি শিউরে উঠেছেন। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ভয়ংকর পর্যায়ে চলে গেছে।
এই সহিংস চরমপন্থার অবসান হতে হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে একটি দৈনিক পত্রিকা বলেছে, বিপজ্জনক বস্তুটি হাতগ্রেনেড বলে ধারণা করা হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: