সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


ইসরাইলে আরো অস্ত্র পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০১

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ১২:১৬

 

একদিকে বলছে গাজায় যুদ্ধবিরতির চাপ অব্যাহত রয়েছে অন্যদিকে ইসরাইলের সামরিক অস্ত্রাগারকে শক্তিশালী করতে আরো অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) সূত্র উল্লেখ করে বলা হয়, ইসরাইল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অস্ত্রের ‘দ্রুত অধিগ্রহণ’ করার জন্য অনুরোধ করেছে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ‘নতুন অস্ত্র পাঠানোর পরিকল্পনায় প্রায় কয়েক হাজার অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, প্রস্তাবিত চালানের মধ্যে রয়েছে প্রায় এক হাজার এমকে-৮২ বোমা, ফিউজ এবং জেডিএএম গাইডেন্স কিট যাতে যুদ্ধাস্ত্র আরো সুনির্দিষ্ট হয়। এই প্যাকেজের মূল্য কয়েক মিলিয়ন ডলার বলেও উল্লেখ করা হয়েছে।


এতে আরো বলা হয়, একজন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসনের এই চালান অনুমোদনের জন্য কংগ্রেসনাল কমিটির সদস্যদের সম্মতির প্রয়োজন হবে। তিনি আরো বলেন, যদিও প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলে অস্ত্র বিক্রি বাড়ানোর বিষয়ে কংগ্রেসকে উপেক্ষা করেছে।
সূত্র : আল-জাজিরা ও টাইমস অফ ইসরাইল


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top