বিদেশে ছুটছে চীনা বিনিয়োগকারীরা


প্রকাশিত:
৯ মার্চ ২০২৪ ১২:২৯

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:৫৯

 

চীনা অর্থ বিপজ্জনক গতিতে অন্যান্য দেশে বিনিয়োগ করা হচ্ছে। এমনকি তা বিনিয়োগের সীমা পর্যন্ত লঙ্ঘন করছে। আর এতে করে অভ্যন্তরীণ বাজার আবার চাঙ্গা করা এবং ইউয়ানকে স্থিতিশীল করার বেইজিংয়ের প্রয়াসকে জটিল করে ফেলছে।


বিনিয়োগের বিদেশে পাড়ি জমানোর ঘটনাতে দেশে আত্মবিশ্বাসের অভাবই প্রতিফলিত হচ্ছে। কোয়ালিফায়েড ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর (কিউডিআইআই) কর্মসূচির আওতায় তহবিল ইস্যু বিক্রিতে বিষয়টি বোঝা যাচ্ছে।


কিউডিআইআই ফান্ড ইউনিট বিক্রি জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৫০ ভাগ বেড়ে গেছে। এটি একটি রেকর্ড।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top