তুরস্কের উপকূলে ২১ অভিবাসীসহ নৌকাডুবি


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৪ ১৬:৩২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:৫৮


তুরস্কের উপকূলে পাঁচ শিশুসহ ২১ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। ভুক্তভোগীদের জাতীয়তা এখনো জানা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দুই জনকে তুর্কি উপকূলরক্ষীরা উদ্ধার করেছে। আরও দুজন নিজেরাই পানি থেকে উঠে আসেন।


নৌকাটি তুরস্কের বৃহত্তম দ্বীপ গোকসেদার উপকূলে ডুবে গেছে। দ্বীপটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানাক্কাল প্রদেশের উপকূলে এজিয়ান সাগরে অবস্থিত। স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা দল পাঁচ শিশুসহ ২১ জনকে খুঁজে পেয়েছে।’

অনুসন্ধান ও উদ্ধার অভিযানে একটি বিমান, দুটি হেলিকপ্টার, একটি ড্রোন, ১৮টি নৌকা ও ৫০২ জন কর্মী সহায়তা করেছিল।

তুরস্ক প্রায় ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে, যাদের বেশিরভাগই সিরিয়ান। আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রণোদনার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থীদের আগমন ঠেকাতে ২০১৬ সালে ইইউর সঙ্গে চুক্তি করে আঙ্কারা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top