আরও তিন দেশের জন্য ই-ভিসা চালু করলো সৌদি আরব


প্রকাশিত:
১৩ মে ২০২৪ ১৫:৩৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০১

 

সৌদি আরব তিনটি নতুন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করার উদ্দেশে অনলাইনে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু করেছে। ওই তিন দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে ই-ভিসা পেতে পারবেন। পাশাপাশি তারা চাইলে সৌদিতে পৌঁছে ‘অন অ্যারাইভাল’ ভিসাও পেতে পারেন। খবর খালিজ টাইমস।
নতুন দেশগুলো হলো বার্বাডোস, কমনওয়েলথ অফ বাহামাস এবং গ্রেনাডা। এই তিন দেশ মিলিয়ে সৌদিতে মোট ৬৬ দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ-এর বাসিন্দা এবং সেসব অঞ্চলের পর্যটন ভিসাধারীরাও সৌদিতে প্ররযটন ভিসা পাবেন।
গালফভুক্ত দেশের স্থায়ী বাসিন্দাদের পর্যটন, ওমরাহ পালন, পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করা এবং বিভিন্ন ইভেন্ট, প্রদর্শনী এবং সম্মেলনে অংশ নেওয়ার জন্যও সৌদির ভিসা পাওয়া যাচ্ছে।

সৌদি আরবের সমৃদ্ধ পর্যটন কেন্দ্র প্রদর্শন, দর্শনার্থীদের সাংস্কৃতিক অভিজ্ঞতায় যুক্ত করতে এবং আন্তর্জাতিক মিথস্ক্রিয়া উদ্দেশে দেশটির পর্যটন মন্ত্রণালয় ২০১৯ সালের সেপ্টেম্বরে সালে পর্যটন ভিসা চালু করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top