কানাডায় ফের ভারতীয় যুবককে গুলি করে হত্যা


প্রকাশিত:
১০ জুন ২০২৪ ১৬:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০৫


কানাডায় আবারও ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম যুবরাজ গোয়েল। তিনি ভারতের পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে যান যুবরাজ গোয়েল।


পড়াশোনা শেষে সেখানেই একটি কম্পানিতে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্ব পান তিনি।
কানাডার সারেতে তাকে গুলি করা হয়। পুলিশ ইতিমধ্যেই ৪ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বলে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।


তবে পুলিশ এখনো তদন্ত করছে বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গত ৭ জুন সকাল পৌনে ৯টার সময় একটি ফোন কল পান তারা। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলির ঘটনা ঘটেছে। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবরাজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।


তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গত চার মাসে কানাডায় ১০ জন ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে। গত এপ্রিল মাসেও কানাডার দক্ষিণ ভ্যাঙ্কুভারে গাড়ির ভিতর গুলি করে খুন করা হয় ২৪ বছর বয়সী যুবককে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top