বাংলাদেশীদের মাঝে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের হার কমছে
প্রকাশিত:
৭ অক্টোবর ২০১৯ ২৩:১৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:০০

প্রভাত ফেরী ডেস্ক: দিন দিন মার্কিন ভিসার আবেদন কমছে বাংলাদেশীদের মাঝে। এর কারণ হিসেবে বলা হচ্ছে ভিসা আবেদন মঞ্জুর না হওয়ার হারও। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত তথ্যে উক্ত বিষয়টি জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ১০ হাজার ৮৬২ বাংলাদেশিকে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। নামঞ্জুর করা হয় ৬০ দশমিক ৮৮ শতাংশ। ২০১৬ সালে ভিসা দেয়ার সংখ্যা আরও কমে ১৩ হাজার ২৯০ জনে দাঁড়ায়। সে বছর ৬২ দশমিক ৮২ শতাংশ বাংলাদেশি ভিসা না মঞ্জুর করে দেশটি। ২০১৫ সালে ভিসা কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ওই সালে ১৭ হাজার ৪২৩ বাংলাদেশিকে ভিসা দেয় এবং প্রত্যাখ্যানের হার ছিল ৫৯ দশমিক ৯৬ শতাংশ। ২০১৪ সালে ৩০ হাজার ৩৮৪ বাংলাদেশিকে ভিসা দেয়া হয়। সে বছর ভিসা না মঞ্জুরের হার ছিল ৫০ দশমিক ৮ শতাংশ।
তবে ২০১৮ সালে এ চিত্র ঘুরে দাঁড়ায়। ২০১৮ সালে ১৯ হাজার ৪১৮ বাংলাদেশিকে ভিসা দেয় দেশটি। প্রত্যাখ্যানের হার ৪০ দশমিক ০৫ শতাংশে নেমে আসে।
মার্কিন পররাষ্ট্র দফতরের দেয়া এ হিসাব অনুযায়ী, ২০১৪ সালে প্রায় ৫৯ হাজার ৭৫৬ বাংলাদেশি ভিসার অবেদন করে। ২০১৫ সালে ৪৩ হাজার ৫১৩, ২০১৬ সালে ৩৫ হাজার ৭৪৫, ২০১৭ সালে ২৭ হাজার ৭৬৫ এবং ২০১৮ সালে ৩২ হাজার ৩৯০ বাংলাদেশি মার্কিন ভিসার অবেদন করেন। ফলে ধারাবাহিকভাবে মার্কিন ভিসার আবেদন বাংলাদেশিদের কমছে।
আর এদের মধ্যে থেকে ভিসা না মঞ্জুর করা হয়েছে, ২০১৪ সালে প্রায় ৩১ হাজার ৩৭২, ২০১৫ সালে ২৬ হাজার ৯০, ২০১৬ সালে ২২ হাজার ৪৫৫, ২০১৭ সালে ১৬ হাজার ৯০৩ এবং ২০১৮ সালে ১২ হাজার ৯৭২ জন বাংলাদেশির ।
দূতাবাস কর্মকর্তারা জানান, আবেদনে ভিসা কর্মকর্তা যদি সন্তুষ্ট হন তবেই ভিসা মঞ্জুর হয়। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই একজনের ভিসা আবেদন অন্যজন করেন, যা আবেদনপত্র পড়ে সহজেই বোঝা যায়। এছাড়া ভুয়া নথিপত্রও আবেদনের সঙ্গে জমা দেন অনেকেই। এসব কারণে বেশি আবেদনকারীর ভিসা না মঞ্জুর করা হয়। ভিসা মঞ্জুর করার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তার।
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসা প্রত্যাখ্যানের হার সবচেয়ে বেশি আফগানিস্তানে। ২০১৮ সালে ভিসা আবেদনের দিক থেকে শতকরা হিসাবে সবচেয়ে কম প্রত্যাখ্যান করা হয়েছে ভারতীয় নাগরিকদের। ২০১৮ সালে ২৬ দশমিক ০৭ শতাংশ ভারতীয়ের ভিসা দেয়নি দেশটি। তবে ২০১৮ সালে মোট ৮ লাখ ৭২ হাজার ৩১৬ ভারতীয়ের ভিসা মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: