২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ০৫:৫০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:০৩

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রভাত ফেরী ডেস্ক: ২৮ নভেম্বর থেকে -পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী . কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্য জানান তিনি।



সম্প্রতি তার ইউরোপ সফরে জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।



পররাষ্ট্রমন্ত্রী বলেন, -পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে আমরা এটি শুরু করছি। এটি আমাদের সবার দাবি। প্রবাসীরা -পাসপোর্ট পাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন-পাসপোর্ট সবাই পাবেন। ১০ বছর মেয়াদের -পাসপোর্ট পেলে প্রবাসীদের সুবিধা হবে।



মন্ত্রী বলেন, -পাসপোর্ট জুলাইয়ের তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে আলোচনা হয়।



তিনি বলেন, সেখানে আমাদের প্রবাসীরাও দাবি করেছেন, যাতে পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা হয়। মন্ত্রী বলেন, -পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎসব সম্পর্কে তিনি বলেন, এটি সারা বছর ধরে চলবে। আমরা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের ঢাকায় আমন্ত্রণ জানিয়েছি। ১৭ মার্চের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আসবেন বলে জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে আসার বিষয়ে তিনি এখনও নিশ্চিত করেননি।



. মোমেন বলেন, আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top