বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হবে: পররাষ্ট্রমন্ত্রী
 প্রকাশিত: 
 ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:২০
 আপডেট:
 ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩১
                                প্রভাত ফেরী: শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলা সেগারানের সঙ্গে বৈঠকের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মালয়েশিয়ার মন্ত্রী প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান আব্দুল মোমেন।
বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হিসেবে চিহ্নিত হবেন। আমি তাকে ইতিবাচক দেখেছি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। এদিকে মালয়েশিয়া এ মুহূর্তে কর্মী সঙ্কটে রয়েছে। তাই দ্রুত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলতে আগ্রহী দেশটি।
মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলা সেগারান বলেন, জরুরি বিষয় হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এজন্য আমি বাংলাদেশে এসেছি। এ মুহূর্তে মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি আছে। আমাদের অর্থনীতির আকার বাড়ছে এবং আমাদের আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয়, আমরা শ্রমবাজারের পরিধি বৃদ্ধি করেছি। আমরা গৃহকর্মী নিতে আগ্রহী। আমরা আশা করি, দ্রুত সব নির্ধারণ করতে পারব।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা এক জায়গায় এক মত হয়েছি, মার্কেট আমাদের দ্রুত খুলতে হবে। আমরা গৃহকর্মী পাঠাব মালয়েশিয়ায়।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: