সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


রাতে কমতে পারে তাপমাত্রা


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৫

আপডেট:
১৯ মে ২০২৪ ১২:৪৪


সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভসে এমনটি জানিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রবি ও সোমবার রাতে সামান্য বাড়বে তাপমাত্রা।


আর এই তিনদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, শনি ও রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনি থেকে সোমবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহন সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে শনিবার সকাল পর্যন্ত পঞ্চগড়রের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


এ সময়ে ঢাকার আপেক্ষিত আদ্রতা ছিল ৯২ শতাংশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top