সিডনী রবিবার, ২৩শে জুন ২০২৪, ৯ই আষাঢ় ১৪৩১


এবার সড়কে চাপ আছে, তবে যানজট নেই : সেতুমন্ত্রী


প্রকাশিত:
১৪ জুন ২০২৪ ১৬:২৮

আপডেট:
২৩ জুন ২০২৪ ০৯:০৭


ঈদুল আজহায় ঈদ যাত্রায় এবার সাড়কে চাপ আছে, তবে যানজট হয়নি বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গত কয়েক বছর ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রা কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আমরা এবার আরো সতর্ক রয়েছি। এবার চাপ আছে, যানজট নেই।
শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ করবেন না।


রাস্তার জন্য যানজট হয়নি। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারো বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে আমি যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি তা ৩২ মিনিট নামতেই পারে নাই।

বাজেট বাস্তবতা ভারসাম্যমূলক বাজেট উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের দেশে বাজেট সেশন চলছে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট আছে। এই বছর ৬৪ দেশে নির্বাচন হওয়ার কথা। আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে।


পার্শ্ববর্তী দেশ ভারতেও নির্বাচন শেষ হয়েছে। ।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top