আনিসুল হক ও দীপু মনিসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
 প্রকাশিত: 
 ২৭ অক্টোবর ২০২৪ ১৩:৫৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১০:৩৪
                                জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক ১৪ মন্ত্রী ও সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৮ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। অপর দুই বিচারপতি হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন দ্বিতীয় দিনের মতো বিচারকাজের জন্য বসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউশনের পক্ষে কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
নতুন করে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে, তারা হলেন আনিসুল হক, সালমান এফ রহমান, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, শাহজাহান খান, সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, রাশেদ খান মেনন, তৌফিক-ই-এলাহী, জিয়াউল আহসান, জুনাইদ আহমেদ পলক, আব্দুর রেজ্জাক, ফারুক খান, গোলাম দস্তগীর, কামাল আহমেদ মজুমদার ও সাবকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: