সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


 ক্যাসিনোকাণ্ডে এবার দল থেকে বাদ পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০১৯ ০০:২৪

আপডেট:
৪ মে ২০২৪ ০৭:৫৬

 ক্যাসিনোকাণ্ডে এবার দল থেকে বাদ পড়লেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

প্রভাত ফেরী ডেস্ক: যুবলীগের সভাপতির পদ থেকে ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেওয়ার পর এবার স্বেচ্ছাসেবকলীগের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারকে। সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে অব্যাহতি দিয়ে তা অবহিতও করা হয়েছে।



এরইমধ্যে ক্যাসিনোকাণ্ডে অনেকের মতো সমালোচিত হন মোল্লা মো. আবু কাওছারও। তাঁর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। এ কারণে  শোনা যাচ্ছিল সংগঠন থেকে তাঁর বাদ পড়ার কথা।



বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের কথা জানান।



ওবায়দুল কাদের বলেন, আমি অলরেডি স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে কথা বলেছি। নেত্রীর নির্দেশনা আমি তাকে জানিয়েছি। তাকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে নেত্রী অব্যাহতি দিয়েছেন।



দুর্নীতি, মাদক চাঁদাবাজি করে তারা কেউ ছাড় পাবে না একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তদন্ত করে দেখা হচ্ছে কারা এসব কর্মকাণ্ডে জড়িত। আওয়ামী লীগের  অনেক প্রভাবশালী নেতাও নজরদারিতে আছেন।



সম্প্রতি আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা জানান, সংগঠনটির তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে- এমন সৎ দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।



গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কাওসারসহ স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে। কারণে সম্মেলনের আগেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে বলে সংগঠনের ভেতরে-বাইরে জোর গুঞ্জন শুরু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top