সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১৫৬ কর্মকর্তা


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৯ ০০:২৬

আপডেট:
৩ মে ২০২৪ ২১:৫২

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১৫৬ কর্মকর্তা

প্রভাত ফেরী ডেস্ক: বিভিন্ন মন্ত্রণালয়ের ১৫৬ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। যুগ্মসচিবের পর এবার প্রশাসনে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে তাদের।



বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান প্রজ্ঞাপনে সই করেছেন।



গত ১১ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে এটাই প্রথমবারের মতো অতিরিক্ত সচিব পদে পদোন্নতি। এর আগে গত ১৬ জুন ১৩৬ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।



পদোন্নতির তালিকা পর্যালোচনা করে জানা যায়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস ৮৫তম ব্যাচের জন, ৮৬তম ব্যাচের জন, নবম ব্যাচের জন, দশম ব্যাচের ১১ জন কর্মকর্তা রয়েছেন। এদের প্রত্যেকেই আগে পদোন্নতিবঞ্চিত ছিল। এছাড়া নিয়মিত ব্যাচ হিসেবে ১১তম ব্যাচের ৯৫ জন এবং অন্যান্য ক্যাডার থেকে পুলভুক্ত ২৯ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।



সরকারের উপ-সচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ৩০ শতাংশ অন্য ক্যাডারের যুগ্মসচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে।



বিধিমালা অনুযায়ী, যুগ্মসচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্মসচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।



জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয়েছেন। তবে তাদের অতিরিক্তি সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি। কিভাবে কখন তাদের পদোন্নতি দেওয়া হবে সে বিষয়ে এই মুহূর্তে কিছুই বলতে পারছি না।



তিনি বলেন, একজন কর্মকর্তা বিদেশে কর্মরত থাকায় (লিয়েন) তার পদোন্নতির প্রজ্ঞাপন পরবর্তীতে জারি করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top