সিডনী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


নুসরাত হত্যার রায়ে সন্তুষ্ট পরিবার ও সরকার, দ্রুত কার্যকরের দাবি


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০১৯ ০১:০১

আপডেট:
৪ মে ২০২৪ ০৬:২১

নুসরাত হত্যার রায়ে সন্তুষ্ট পরিবার ও সরকার, দ্রুত কার্যকরের দাবি

প্রভাত ফেরী ডেস্ক: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে  পুড়িয়ে হত্যা মামলার রায়ে সরকার ও পরিবার সন্তোষ প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবারের পক্ষ থেকে নুসরাতের বাবা আলাদাভাবে এ সন্তোষ প্রকাশ করেন।



রায়ে স্বস্তি প্রকাশ করছে সরকার: ওবায়দুল কাদের



সন্তোষ প্রকাশ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এই মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। এতে সরকার স্বস্তি সন্তোষ প্রকাশ করছে।



রায় ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।



ওবায়দুল কাদের বলেন, 'নুসরাত হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির রায় হয়েছে। দ্রুততার সঙ্গে বিচারকার্য সম্পাদন হয়েছে। তা অবিশ্বাস্য মনে হলেও এখানে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়েছে, দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। জন্য সরকারের পক্ষ থেকেও আমরা স্বস্তি প্রকাশ করছি।'



রায় নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, তার পরিবারও সন্তুষ্ট হবে।



রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত দণ্ড কার্যকরের দাবি



ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা কে এম মুসা।



বৃহস্পতিবার সকালে ফেনীর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ রায় ঘোষণা করেন। এরপরই আদালত চত্বরে সাংবাদিকদের কাছে রায়ের প্রতিক্রিয়া দেন তিনি।



নুসরাতের বাবা বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয়। রায় কার্যকর হলে নুসরাতের আত্মা শান্তি পাবে। এসময় তিনি তার পরিবারের নিরাপত্তা জোরদার করার আহ্বানও জানান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top