সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো তুরিন আফরোজকে


প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৯ ০০:৪৮

আপডেট:
২০ মে ২০২৪ ২৩:০৭

প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হলো তুরিন আফরোজকে

প্রভাত ফেরী ডেস্ক: শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচারণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।



উপ-সলিসিটর এস এম নাহিদা নাজমীনের সই করা চিঠির আদেশ আজ ১১ নভেম্বর থেকেই কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।



এস এম নাহিদা নাজমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বেগম তুরিন আফরোজকে শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে এ বিভাগের গত ২০/২/২০১৩ ইং তারিখের নং-সলিঃ/জিপি-পিপি/আঃট্রাঃ-০২/২০১০-৩৫ প্রজ্ঞাপনে প্রদত্ত নিয়োগ বাতিলক্রমে প্রসিকিউটরের পদ থেকে অপসারণ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।



একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠক করে তাকে মামলার কিছু তথ্য সরবরাহ করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। এমন অভিযোগে গত বছরের মে মাসে খবর ছাপা হয় একটি দৈনিকে। এ অভিযোগের পর তুরিন আফরোজকে সংশ্লিষ্ট ওই মামলার চিফ প্রসিকিউটর পদসহ ট্রাইব্যুনালের সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top