সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


প্রতিবন্ধীদের ব্যাপারে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়: প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ০৭:১৬

আপডেট:
৬ ডিসেম্বর ২০১৯ ০৭:১৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: 'আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। যে সমাজে প্রতিবন্ধী, অটিজম ও সুস্থ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। স্বাধীন দেশে সকল মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। দেশের প্রতিটি উপজেলায় সেবা সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।'

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করে তিনি এ ভবন উদ্বোধন করেন। প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে দিবসের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’।

সুবর্ণ ভবনে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, চিকিৎসা, পুনবার্সন, আবাসিক সুবিধা, খেলাধুলাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন ঘোষণা শেষে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতি পরিবেশনা উপভোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিবছরই অত্যন্ত মর্যাদার সঙ্গে প্রতিবন্ধী দিবস পালন করি। কেউ পেছনে পড়ে থাকবে না—এই লক্ষ্য নিয়ে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি।’ সরকার নানা উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবন্ধিতা নানা কারণে হয়। যে কেউ এরকম হতে পারেন। অটিজমের কারণ এখনও জানা যায়নি। তবে তাদের প্রতি আমাদের মানসিকতা বদলাতে হবে। কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না—ছোটবেলা থেকে আমরা এটা শুনে আসছি। ছোট ছোট বাচ্চাদের এই শিক্ষা দিতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধিদফতর প্রতিষ্ঠার দাবি ছিল, এটা করে দেওয়া হয়েছে। কিন্তু ফাউন্ডেশনকে অধিদফতর করে কোনও লাভ নেই। কারণ, এতে প্রতিবন্ধীদের কোনও সুবিধা হবে না, লাভ হবে কিছু সরকারি কর্মকর্তার। তারা আরেকটু প্রমোশন পাবে, একটু পদায়নের জায়গা পাবে। কাজেই ফাউন্ডেশন যদি থাকে, তাহলে একটু আর্থিক সহায়তা আসবে, ট্রেনিংয়ের ব্যবস্থা হবে, আমরা মাস্টার ট্রেইনার তৈরি করতে পারবো। মানুষ সাহায্যে এগিয়ে আসতে পারবে। সব বেসরকারি ব্যাংককে বলা আছে, তারা সমাজকল্যাণের কাজে টাকা ব্যয় করে। এসব খাত থেকেও প্রতিবন্ধীদের জন্য টাকা আসবে। কাজেই ফাউন্ডেশনকে অধিদফতর করলে সরকারি অফিসারদের লাভ হবে, কিন্তু প্রতিবন্ধীদের কতটুকু লাভ হবে আমি জানি না। কারণ, তাদের হাতে জিম্মি হয়ে যেতে হবে। ফাউন্ডেশনকে অধিদফতর করা ঠিক না।’



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top