কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবনে আগুন
প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৯ ২৩:২৮
আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ১৮:১১

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অফিসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পুরোপুরি নির্বাপণ করা হয় ১০টা ১০ মিনিটে। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে শটসার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে জানান তিনি।
এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ভবনটির ১৪ ও ১৫ নম্বর ফ্লোরে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: