সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


মুজিব বর্ষের ক্ষণগণনা মঞ্চে ড. কামাল-বি. চৌধুরী


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২২:২৯

আপডেট:
১১ জানুয়ারী ২০২০ ২২:৪৫

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি.চৌধুরী)।

একই মঞ্চে দেখা যায় গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকেও। মঞ্চে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা যায়।

শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁও পুরনো বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে দেখা যায় তাদের। এদিন বিকাল ৪টা ৩৭ মিনিটের দিকে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান প্রতীকী হিসেবে অবতরণ করে পুরনো বিমানবন্দরের রানওয়েতে। এ সময় ১৯৭২ সালের ১০ জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন সেদিন বাজানো সন্ধ্যা মুখার্জির গান ‘বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আর ঘরে ঘরে এত খুশি তাই...’ বাজানো হয় মাইকে।

পাশাপাশি জনতার মধ্য থেকে জাতীয় পতাকা নেড়ে প্রতীকী বিমানকে স্বাগত জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top