সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বসন্ত আসে : টিপু সুলতান


প্রকাশিত:
১১ জুন ২০২০ ২১:৪৬

আপডেট:
১৮ মে ২০২৪ ১২:১১

ফাইল ছবি

 

যে কবিতা লেখা হয়নি, যায়নি ছাপাখানায়

 

তাকেই লিখতে বসি, আধুনিক বানানে

মৌন বিষণ্ণ-দূর রচনা করে পাঠক বানাই

মীন হয়ে বসি, সহজ আলোকের মুখোমুখি

 

তুমি পড়তে না চাইলেও আমার নতমুখে

আপাতত কৃতজ্ঞতা নাও, যখন সব সুন্দর

একত্র ঠাই-থমকে দাঁড়াবে, সম্ভবনার সামনে

অন্ধকারে আলো হবে, ঝিঙেফুল দেখতে-

যেকোনো অলিখিত দুপুর, গোল চশমার

ফাঁকে পরিষ্কার পড়া যাবে জ্যান্ত কবিতা;

তুমি মৃত কবিতা বলার আগে অমৃত বলব

তোমার চোখ চুরি হয়ে গেছে, টের পাওনি-

খুঁজে দেখো-মৌনসন্ধ্যা ইলালিপির কাছে

তার হাতদুটো বেদনায় ভরা ডালিমের মতো;

 

জিজ্ঞাসার আলমারি সাজানো বিন্দু বিন্দু

তোমার করকমলে কবিতা জমা হয়ে

ট্রেনের সারি সারি প্যারালাল ছিঁড়ে

ম্যারাথনে পালায়-মোমনির্মিত হাওয়া,

যে কথা স্পষ্ট বলা দরকার-হাতের মুঠো

খুলে দেখি-আঙুলগুলো গাছ হয়ে বেরোয়

শাদা পৃষ্ঠা ভরে, আমি বন্ধ শ্বাস ভেঙেচুরে

শুঁকি-যে ফুলের মুখ উঁকি দিয়ে ডাকে-

 

আমার লেখার খাতায় সব বসন্ত আসে-

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top