সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


স্বপ্ন যেখানে নিরবে কাঁদে : মৃদুল মিত্র 


প্রকাশিত:
২১ জুন ২০২০ ২১:১৭

আপডেট:
২৯ জুন ২০২০ ২২:১৪

মৃদুল মিত্র

 

আমি স্বর্গ চাই না
আমি চাই মর্তলোকে শান্তি বিরাজ করুক। 
চাই পৃথিবীর অসুখের মুক্তি হোক খুব শীঘ্রই। 
অমানিশার ঘোর অন্ধকার কেটে পৃথিবী আলোর মুখ দেখুক। 
আমি চাই মুক্তির আনন্দে ভাসতে, 
যেমন খাঁচার বন্দি দশা কাটিয়ে মুক্ত বিহঙ্গ গগনে উড়ে বেড়ায়।
পুষ্পে সজ্জিত পীঠিকা চাই না আমি, 
চাই হোগলার পাতায় পরম মমতায় তৈরি হোগলা। 
যেখানে শুয়ে আমি দেখতে পাবো মস্ত বড় একটা ছাদ, 
যে ছাদের নিচে 
ধনী গরীবের বিস্তর ফারাক ঘুচে যাবে চিরতরে। 
শ্রান্ত দিনমজুর সারাদিন কাজের শেষে, 
মাথায় যে ইটখানা দিয়ে বালিশ বানিয়েছে 
সেখানে তার দৃষ্টির অন্তরালে কেউ একটা শিমুল তুলার বালিশ রেখে দিবে। 
জোঁকের আধার দিয়ে দিয়ে যে কৃষক হয়েছে কঙ্কালসার 
তবুও বঞ্চিত হয় ন্যায্য পাওনা থেকে বারংবার। 
কেউ একজন এসে তার পাশে দাঁড়িয়ে বলবে, 
"আর নয় বঞ্চনা 
আমি তো আছি তোমার পাশে" 
চকলেট কিংবা বাদাম বিক্রি করতে গিয়ে যে বাচ্চা টা স্কুলের পানে তাকিয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা, 
কেউ এসে তাকে বলবে "আজ থেকে আর চকলেট বিক্রি করতে হবে না, কাল থেকে তুমি স্কুলে আসবে" 
একথা শুনে যখন বাচ্চাটা আনন্দে অশ্রুসিক্ত হবে 
সেই অশ্রুতে আমিও সিক্ত হতে চাই। 
ওটাই আমার কাছে স্বর্গ সুখ।

 

মৃদুল মিত্র
উপ-পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top