সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


পাগলী (হিন্দি কবিতা) : কবি মঙ্গলেশ ডবরাল


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ২১:৩৫

আপডেট:
১৯ মার্চ ২০২৪ ১১:২৭

ছবিঃ মঙ্গলেশ ডবরাল

 

সে যে পাগল, মোটামুটি নিশ্চিত !
ছেঁড়া-ফাটা কাপড়, উস্কোখুস্কো চুল, রাগী চোখমুখ
নিশ্চিত হবার জন্যে এইগুলোই যথেষ্ট।

কিন্তু কী যে হয়েছিল তার সঙ্গে, বোঝা মুশকিল।
সাতসকালেই ঝুপড়ির গরীব বাচ্চাগুলো
বহুজাতিক কোম্পানির চিপস্-এর প্যাকেট কেনার জন্য
জড়ো হয় পাড়ার যে-দোকানে,
তার সামনে দাঁড়িয়ে আছে পাগলী।
আর, তার পেছনে কিছু আওয়ারা কুকুর --
যেন বোঝার চেষ্টা করছে পাগলীর কথা।
অবিরাম বিড়বিড় করে এমন এক ভাষায় বকবক করত সে
বোঝার কোনো উপায় ছিল না।

কেউ বলল, 'মনে হয় বাঙালি।'
অন্য একজন, 'আরে না না, মাদ্রাজ়ের দিকের হবে,
সে জন্যেই তো ওর কথা কিচ্ছু বোঝা যায় না।'
আর একজন বলল, 'ও হিন্দিভাষীই, কিন্তু নিজের ভাষাই বেচারা ভুলে গেছে।'
কেউ আবার তার কথায় নাকি পাঞ্জাবি কিছু শুনেছিল।

তার কী যে দরকার, এটুকু জানাও বেশ কঠিন।
সে চায়ের দিকে ইশারা করে, কিন্তু চা দিই যখন,
সে তাকিয়ে থাকে বিস্কুটের প্যাকেটের দিকে,
বিস্কুট দিলে চিপস্-এর প্যাকেটের দিকে ;
চিপস্ দেওয়া হলে তার আঙুল নির্দেশ করে চায়ের দিকে
এভাবেই সে কত কিছুর দিকে ইঙ্গিত করে।
রাস্তার দিকে, গাছের দিকে, হাওয়া ও আকাশের দিকে তাকিয়ে সে অনর্গল বলেই চলে ...

কখনো মনে হয়, শূন্য থেকে কিছু টেনে এনে আত্মস্থ করছে নিজের ভেতর,
কখনো মনে হয়, নিজেরই কথার জবাব শুনছে সে মগ্ন হয়ে।
আর, তার বদলে শুধু অভিশাপ দিচ্ছে !

আমরা জিজ্ঞেস করি, 'ও মাসী, শুধু বকবকই করবে,
না বলবে -- কী চাই তোমার ?'
এটাই যেন একটা খেলার মত ছিল আমাদের !

খানিক পরে কিছু না-নিয়েই পাগলী চলে গেল।
আমরা জানতেও পারিনি, পাগলামি বাঁচানো ছাড়া
এ পৃথিবীতে সংসার বলতে কী ছিল আর !

তার ক্রুদ্ধ শব্দেরা ভারি পাথরের মত ছিটকে যাচ্ছে
দুর্বোধ্য সেই অভিশাপ চিলের মতো ডানা মেলে
চক্রাকারে ঘুরছে আমাদের মাথার ওপর ...

কোথাকার সে, শেষ পর্যন্ত জানাও গেল না
তার শব্দেরা কিন্তু হারাচ্ছে না আমাদের মধ্যে থেকে
হয়তো সে কোনো-একটি-জায়গার নয় ;
আর, তার বর্ণমালা, সেই সমস্ত ভাষারই শব্দজাত
যা শুধু পাগলেরাই ব্যবহার করে।
সে অভিশাপ দেয়,
প্রকাশ করে নিজস্ব মনুষ্যত্বকে :

যা আমাদের মত না-পাগলেরা কখনো বুঝতেই পারে না !

 

অনুবাদঃ স্বপন নাগ
মঙ্গলেশ ডবরালঃ ভারতের উত্তরাখণ্ডের গাঢ়োয়াল। পাহাড়ী এ অঞ্চলের টিহরীর ছোট এক গ্রাম কাফলপানীতে ১৯৪৮ সালের ১৬ই মে এই গ্রামে জন্মগ্রহণ করেন কবি মঙ্গলেশ ডবরাল। "পহাড় পর লালটেন" , " ঘর করা রাস্তা" , "হয় জো দেখতে হ্যায়" প্রমুখ তার কাব্যগ্রন্থ। ২০০০ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top