যমরাজের প্রতীক্ষা : প্রণব মজুমদার
প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ২১:৪১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:৩৮
তিমির প্রকোষ্ঠ নিরব আলোহীন
অলিন্দে বাতাসও থমকে যায়
সুখের পায়রারা আজ নিরুদ্দেশ
দুধের মাছিদের ভনভনে
প্রকম্পিত লোকালয়
প্রহর গুনি কখন স্তব্ধ হবে
সব আয়োজন !
এমন হবার তো কথা ছিলো না !
রাতারাতি কিভাবে বদলে গেলো সব ?
সত্যের ঠিকানা নেই ! কোথায় নৈতিকতা ?
লালসার পিছু হাঁটে লাল পিঁপড়ের দল
তোমরা যে বলো স্বাধীন ! কোথায় সে ভূমি ?
বানিয়ে রেখেছো আমায় নিয়ন্ত্রিত পুতুল
চোখ আছে, দেখি নিকষ কালো নীলিমা
মুখে শুধুই গুণকীর্তনের আয়োজন
অত্যাধুনিক নগরে শব্দদূষণে কর্ণ বধির হয়
কোথায় পরিবেশবান্ধব সুখনগর ?
সভ্যতার নগ্ন আচরণ !
এ কেমন ভালোবাসা ?
সাদাকে সাদা,
কালোকে কালো
বলতে কি পারি ?
নৃত্য সংগীত বাচিকে
পঞ্চ ইন্দ্রিয়গুলো
নিষ্ক্রিয় থেকে যায়
মুখতন্ত্রে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় ?
মৃত্যুরাজের কাছে নিবেদন
ইতি করো জীবন
পাশে পাপের দেশে গেছেন নাকি যমরাজ
এইতো এলেন বুঝি
এইতো এলেন বুঝি !
প্রণব মজুমদার
লেখক গল্পকার, কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগর, ঢাকা
বিষয়: প্রণব মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: