বেদনার মানচিত্র : প্রণব মজুমদার
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২০ ২২:২১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:৩৮
সবুজ মানচিত্র রক্তে লাল করে দেয়া হলো আগস্টের ভোরে
বুলেটে ঝাঝরা করা বিদ্ধ দেহ, সিঁড়িতে মহান নেতার লাশ
নতুন পতাকার ছায়াতলে কুড়িটি প্রাণের একে একে বলিদান
৫৫ হাজার বর্গমাইল মাটি হলো অপবিত্র, বিষাক্ত মৃত্তিকার রূপ
স্বাধীন ভূখণ্ড ফিরে যায় ফের দাসত্বে, অন্তরে শত্রুর প্রেতাত্মা!
বঙ্গবন্ধুর ভাষণ দর্শন, স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা থাকে অকার্যকর
বিরাজমান দৃশ্যসজ্জা যেন একাত্তরে পরাজিতদের চেতনার মতো
সমাজ ধর্মে সন্ত্রাস, ভাষার বিভাজনে মানচিত্রে গাঢ় সাম্প্রদায়িকতা
অর্ধশত বছর আগের স্বাধীন মানচিত্রের ভূমি বেদনায় ক্লান্ত মলিন
মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার আর সাধারন মানুষ আজও কাঁদে!
প্রণব মজুমদার
লেখক গল্পকার, কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক
সিদ্ধেশরী, রমনা, ঢাকা
বিষয়: প্রণব মজুমদার
আপনার মূল্যবান মতামত দিন: