সিডনী শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বসন্ত : মেহেনাজ পারভীন মেঘলা


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:১১

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২০ ২১:১২

 

বসন্তের আগমনী বার্তা মানে নরম রঙের এক গোছানো  সকাল;
রাস্তার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শিমুল;
পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পল্লবে ছেঁয়ে থাকা প্রকৃতির নতুন সাজ।

বসন্তের আগমনী বার্তা মানে ঘুঘু ডাকা,কোকিল কণ্ঠে গান,গাছে ফুল ও পাখিদের খেলা;
উড়ন্ত রৌদ্রের বুকে এক উদাসীন দুপুর;
ঋতুর দুয়ারে বাতাসের কারুকাজ ।

বসন্তের আগমনী বার্তা মানে সমুদ্রের নীল ঢেউ;
আর লাল-নীল পাহাড়ের হাতছানি;
হাওয়ায় হাওয়ায় হারিয়ে যাওয়া এক চমৎকার বিকেলের লাজ।

বসন্তের আগমনী বার্তা মানে হৃদয়ের সৌখিন
অনুভূতি;
গিটারের সুরে ভেসে ওঠা তুমি আর আমি;
ছাদের কার্নিশে শান্ত চোখাচোখি;
ঝলমল করা এক উদ্যম রাতের ভাঁজ ।

 

মেহেনাজ পারভীন মেঘলা 
কবি

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top