বসন্ত বিলাপ : প্রণব মজুমদার


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:০৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৯:৩৯

 

ফাগুনের গানে মনে পড়ে যায় সেই ভালোবাসা
কুঞ্জবনে ঝরা পাতার দুর্বাঘাসের জমিনে দু'জন
নির্জন প্রহরে অবাধ্য ইন্দ্রিয়ের মুহুর্মুহু অনুশীলন
অস্ফুট স্বরে পরানের গহীনে আনন্দ নিমজ্জিত হয়
মিলন কলায় পুষ্প পত্রালী হিমেল বাতাস চেয়ে রয়
ওরাও দিয়েছিল সেদিন দুু'টি মনের প্রাণ স্বীকৃতি

বর্ণের ব্যবধান শুধু চিরস্থায়ী প্রেমের আলো জ্বালেনি
নদের এপার ওপারে যুগল হৃদয়, মমতার বিসর্জন

কবে বসন্ত আসে মনে থাকে না
গাছে গাছে শিমুল ফুল ফোটে এখনও?
কোকিলের ডাক শুনি না বহুকাল
তবুও তোমরা বলো বসন্ত এসে গেছে!

 

প্রণব মজুমদার
লেখক গল্পকারকবিপ্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগরঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top