সিডনী রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


শরৎ ছুঁয়ে : রোজী সিদ্দিকী


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:১৪

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২০ ২২:১৫

 

এখন তোমার শিয়রে আর কেহ জাগে 
আমি না--
তোমার শরৎ কাশফুলে রঙ জমেছে
সাদা কাশ বনে শালিকের গুঞ্জন।
এই তো ক'দিন আগে শিশির দূর্বায়
পদচিহ্ন রেখে কাশফুল এনেছি,
সে ফুলে আজ
অন্য কেহ নিজেকে জড়ায় ।
স্বস্তির ভিড়ে তোমার বুঝি ক্লান্তি ফুরলো
শ্রান্তি নেই
ব্যাথা বেদনা অনুতাপ কিচ্ছু নেই
সুখের নীড়ে তোমার দীর্ঘশ্বাসের
অবকাশ নেই। সময় নেই
পিছু ফেরার, তাই ভুলে গ্যাছো সব!
আমিও ভুলে গেছি নীল জোছনায়
মহানন্দার বালুচর,
কাশফুলের ছায়ায় লুকোচুরি খেলা।
ফেরারী এ দৃষ্টির নিচে তবু কেন জাগে
তোমার লাল নীল ললাটের ফোটা,
ভাঙা চুড়ি, লিপস্টিক, খোঁপার বাহারী ফুল,
নীল শাড়িটা আর
মায়াবী চোখ দুটো- আমি যে পলাতক! 

 

রোজী সিদ্দিকী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top