সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


মেয়েরে রাখবো কোথায় তোকে : ফারুক নওয়াজ


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২০ ২২:১৬

আপডেট:
২১ অক্টোবর ২০২০ ২১:১৩

 

মেয়েরে হীরের টুকরো তুই..
তোকে যে কোথায় আমি থুই?..

গোপনে গোপন কুঠরিতে..
নাকি এ-- বুকের আলমারিতে?
তুই যে সোনার ময়না পাখি..
তোকে যে কোন খাঁচাতে রাখি!

তুই যে অমরাবতীর পরী..
তুই তো চাঁদেরই অপ্সরী..
তোর ঐ আলোর ডানা দেখে..
দানোরা আসবে হেঁকে হেঁকে।

তোকে যে কোথায় রাখি ভরে
তোকে যে লুকাই কেমন করে..
রাখি কী মেঘের চাদর মুড়ে..
নাকি তুই যাবি কোথাও উড়ে?

মেয়েরে মায়ার জাদু আমার..
মায়াবী স্নেহের প্রীতির খামার..
তুই যে আঁধার ঘরের দীয়া..
আদরে দিস ভরিয়ে হিয়া..
তোকে কী রাখবো বেতস-ঝোপে--
নাকি ঐ পায়রাগুলোর খোপে?

মেয়েরে রাখবো তোকে কোথায়
রাখি কী চোখের মনিকোঠায়?
যেখানেই রাখবো তোকে ঢেকে..
বেরুবে সুবাস  থেকে থেকে।
বনের ঐ হায়েনাগুলো এসে..
তোকে যে খাবলে খাবে শেষে!

মেয়েরে--  তার চেয়ে যা উড়ে..

আকাশের নীল চাঁদোয়া ফুঁড়ে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top