সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


হেমন্ত আসর হেমন্তেই ফোটে : নূরহাসনা লতিফ


প্রকাশিত:
১১ নভেম্বর ২০২০ ২২:২০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৭:১৯

 

কার্তিকের পিঠে ভর করে
হেমন্ত আসে শরতের পরে
এ ঋতুর নিজস্ব চাকচিক্য আছে।
গন্ধরাজ, মল্লিকা, শিউলি, দেবকাঞ্চন
কামিনী, হিমঝুরি, রাজ অশোক
এসবই হেমন্ত ঋতুর  ফুল সম্পদ।
হেমন্ত সমৃদ্ধি আনে বাংলার ঘরে ঘরে
ধান আর ধান সাড়া বাড়ি জুড়ে।
কৃষকের স্বপ্নের ইচ্ছে পূরণ
শুরু হয় নবান্ন উৎসব।
কবি সাহিত্যিকদের লেখায় হেমন্তের
চিত্র ফোটে অনেক সুন্দর।
জীবনানন্দের প্রিয় ঋতু ছিল হেমন্ত
প্রয়াত কাল এলো তাঁর এই ঋতুতে।
ভালোবাসে বাংলার মানুষ হেমন্তকে
ঋতু বৈচিত্রের সুন্দর রূপ হেমন্তেই ফোটে।

 

নূর হাসনা লতিফ
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top