সিডনী রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বর্ণমালা (হিন্দি কবিতা) : মঙ্গলেশ ডবরাল


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২১:৩২

আপডেট:
১৯ মে ২০২৪ ০৬:৫২

ছবিঃ কবি মঙ্গলেশ ডবরাল এবং অনুবাদক স্বপন নাগ

 

কবি: মঙ্গলেশ ডবরাল
অনুবাদ: স্বপন নাগ

একটি ভাষায় আমি অ লিখতে চাই
অ-এ অজগর, অ-এ অমল
কিন্তু লিখতে থাকি অ-এ অনর্থ, অ-এ অত্যাচার ;
ক-এ কলম অথবা করুণা লেখার চেষ্টা করি,
অথচ লিখতে থাকি ক-এ ক্রুরতা, ক-এ কুটিলতা।
এতদিন খ-এ খরগোশ লিখে এসেছি
এখন কিন্তু খ-এ খবরদারের পদধ্বনি
ভাবতাম ফ-এ ফুলই লেখা হয়
অনেক অনেক ফুল
ঘরের বাইরে, ঘরের ভিতর, মানুষের ভিতর ...
অথচ দেখছি সেই সমস্ত ফুল চলে যাচ্ছে
মালা বানিয়ে গুন্ডাদের গলায় দেবার জন্যে।

কে যেন আমার হাত চেপে ধরে আর বলে --
ভ-এ ভয় লেখো, যা এখন ছড়িয়ে আছে সর্বত্রই !
দ দমনের আর প পতনেরই সংকেত
আততায়ী ছিনিয়ে নিচ্ছে আমাদের পুরো বর্ণমালাই
ওরা ভাষার হিংসাকে
বদলে দিচ্ছে সমাজের হিংসায়
আর তাই, হ-কে যত্নে তুলে রাখছে হত্যার জন্য।

হাল আর হরিণ -- যতই লিখতে চাই আমি,
ওরা কিন্তু হ-এ হত্যাই লিখে চলে সব সময়।

 

মঙ্গলেশ ডবরালঃ ভারতের উত্তরাখণ্ডের টিহরী গাঢ়োয়াল। পার্বত্য এ অঞ্চলের প্রত্যন্ত গ্রাম কাফলপানী। এই গ্রামেই ১৯৪৮ সালের ১৬ ই মে জন্মগ্রহণ করেন কবি মঙ্গলেশ ডবরাল। আধুনিক হিন্দি কবিতার জগতে তাঁর কবিতা পাঠক ও সমালোচকদের কাছে সমাদৃত। 'পহাড় পর লালটেন', 'ঘর কা রাস্তা', 'আওয়াজ ভী এক জগহ হ্যায়', 'নয়ে যুগ মে শত্রু' প্রমুখ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। ২০০০ সালে তাঁর 'হম জো দেখতে হ্যায়' কাব্যগ্রন্থের জন্য তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়। অধুনা কবি গাজিয়াবাদের বসুন্ধরা ফ্ল্যাটে বসবাস করছিলেন। গত ৯ই ডিসেম্বর ২০২০ সন্ধে সাড়ে ছ'টায় কবি মঙ্গলেশ ডবরাল প্রয়াত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top