যুগল চোখের নিচে কালো দাগ : সাকিব জামাল
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২১ ২২:১৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৫:৩৮
যুগল চোখের নিচে কালো দাগ আমার- প্রমাণ অপেক্ষার! তোমার অপেক্ষায়-
দিনভর পথ চেয়ে থাকা ক্লান্ত চোখযুগল রাতভর ঘুমোতে চায়-
পারে না! যদি ফেরে পাখি অকারণে ভেঙে ফেলা নীড়ে, ভুলে অভিমান ফের-
সে আশায় উত্তেজিত মন- জাগিয়ে রাখে চোখ অপলক। ক্লান্তির উপেক্ষা ঢের!
একলা ঘরে একলা জাগি- যেন নির্জন বিচ্ছিন্ন দ্বীপে শাস্তির বনবাস,
হয়তো শাস্তি! নয়তো- এ আমার বেশি ভালোবাসার ব্যর্থ প্রয়াস।
বিরহের গান শব্দের বেগে না ভেসে যদি চলতো আলোর চেয়ে বেশি-
হয়তো তুমি তবে শুনতে তোমার অপেক্ষায় কতো সুরে কতো কেঁদেছি!
এই আমি বোকা ভীষণ। বিজ্ঞানিরা বলে, আলোর চেয়ে বেশি বেগে চলে না কিছু!
যুগল চোখের নিচে কালো দাগ আমার- থেকে যায়, কালো হয় আরও! বুঝি ছাড়লো না আর পিছু!
সাকিব জামাল
কবি, গীতিকার (বাংলাদেশ বেতারে নিবন্ধিত) এবং অনুবাদক
বিষয়: সাকিব জামাল
আপনার মূল্যবান মতামত দিন: