সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


অবশেষে বাষ্প-মেঘ-জল! : সাকিব জামাল


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ২১:৫১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:১০

 

অবশেষে বাষ্প-মেঘ-জল, তোর পৃথিবী ভ্রমণ।
সে অপেক্ষায় চাতকমন, ছিলো, ছিলো দীর্ঘক্ষণ!
তোর ভেজা দেহের মাটির ঘ্রাণে-
সময় ডুবে থাক!
চলুক চাষবাস, 
বপন-রোপন,
ফসল উৎপাদন-
ভুলে রাখঢাক!
সিক্ত দেহের মিত্র হোক মন!
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!

ইতিহাস শোন্,
তোর প্রতিক্ষায় আমার বুকের দীর্ঘশ্বাস- 
যন্ত্রণার আগুনে পুড়ে বাষ্প হয়েছে বারোমাস!
তোর প্রতিক্ষায় আমার ক্লান্ত মন- 
বাষ্প করে শীতল, করেছে মেঘ কৃষ্ণপ্রবণ!
তোর প্রতিক্ষায় আমার অশ্রুমাখা চোখ- 
মেঘের সাথে লিখেছে জল বিনিময় স্মারক!
অবশেষে বাষ্প-মেঘ-জল, তোর পৃথিবী ভ্রমণ।
কোন বিরাম ঘড়ির আজ নেই প্রয়োজন!

সিক্ত দেহের মিত্র হোক মন!
বাঁচুক তোর বুকে- 
ভালোবাসার ফুল ফোটানোর সবুজ বনায়ন।

 

সাকিব জামাল
কবি, গীতিকার (বাংলাদেশ বেতারে নিবন্ধিত) এবং অনুবাদক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top